মুগদায় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ঢাকা, মুগদা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,
ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া

রাজধানী ঢাকার মুগদায় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ব্যক্তি।

আজ মঙ্গলবার সকালে মুগদার একটি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন মীর দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৫টার দিকে বেস্ট ইয়েস্টার্ন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত মো. সাদ্দাম ট্রাকের হেলপার বলে জানিয়েছেন মুগদা থানার দায়িত্বরত কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) আনসার আলী।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম বলেন, 'ভোরে পাম্প থেকে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়ে ছিল চালকের সহযোগী। এমন সময় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে সাদ্দামের শরীর প্রায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আহত হয় ট্রাকের এক শ্রমিক।

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটির সিলিন্ডারে গ্যাসের চাপ বেশি হয়ে গিয়েছিল অথবা সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ছিল। তবে, বিস্তারিত জানতে কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

July charter proposals handed over to CA

National Consensus Commission will brief the media on the chart at the Foreign Service Academy in the afternoon

25m ago