কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, হাসপাতালে ১২ জেলে

দগ্ধদের দেখতে হাসপাতালে স্বজনদের ভিড়। ছবি: স্টার

কক্সবাজারে একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১২ জন জেলে দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের বিমান বন্দর সড়কের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে এ ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দগ্ধ ১২ জেলের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। অপর ২ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ২ জনের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।'

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন হলেন— আইয়ুব (৩১), দীল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিন (৩৫) ও ওসমান (১৯)। কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন আলী আকবর (৫০) ও দুলাল মাঝি (৪৭)।

দগ্ধ সবাই মোহাম্মদ সেলিমের মালিকানাধীন ট্রলারের জেলে। তারা সবাই কক্সবাজার পৌর শহরের ১নং ওয়ার্ডস্থ কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, 'ঘাটে নোঙর করানো অবস্থায় ফিশিং ট্রলারটির ভেতরে থাকা সিলিন্ডার বিষ্ফোরণে এ ঘটনা ঘটেছে। প্রাথমিক অবস্থায় সিলিন্ডার বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি।'

Comments

The Daily Star  | English
eid-ul-azha emergency cases at pongu hospital

An Eid evening at Pongu Hospital: overflowing emergency, lingering waits

The hospital, formally known as NITOR, is a 1,000-bed tertiary medical facility that receives referral patients from all over the country

2h ago