নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নরসিংদীর রায়পুরায় ঘরে থাকা বড় ভাইয়ের বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রায়পুরার চাঁনপুর ইউনিয়নের বগডরিয়াকান্দি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।

রায়পুরা থানার সার্কেল এএসপি সত্যজিত কুমার ঘোষ ঘটনাটি নিশ্চিত করেন।

নিহত মো. নুরুল ইসলাম (৪০) রায়পুরার চাঁনপুর ইউনিয়নের বগডরিয়াকান্দি গ্রামের আলীপুর এলাকার মৃত মো. তাল মিয়ার ছেলে। নুরুল ইসলাম পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।

নুরুল ইসলামের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের বড় ভাই আহমদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন। আজ সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করার সময় ওই সিলিন্ডারের সামনে যান। এ সময় সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়।

আহমদ আলী জানান, ওই বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারটি ঘরের এককোণে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য তাতে ক্যামিকেলও দেওয়া ছিল। হঠাৎ বিস্ফোরিত হলে ওই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানা সার্কেল এএসপি সত্যজিত কুমার ঘোষ বলেন, নিহতের পরিবারের সদস্যরা বলছেন, এটি নিছক একটি দুর্ঘটনা। তারপরও আমরা তদন্ত করে দেখবো তাদের তথ্য সত্য কিনা।

Comments

The Daily Star  | English

Jamaat’s unconditional apology for hurting anyone, anywhere

Party chief Shafiqur Rahman says, party is not above mistakes

43m ago