ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮

ভৈরব আউটার স্টেশনে একটি মালবাহী ট্রেন যাত্রীবাহী ট্রেনটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে গতকালের দুই ট্রেনের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান সবুজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় আহত একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত বেলাল মিয়া (১৮) নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা। ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে সোমবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পশ্চিম প্রান্তে (আউটারে) এগারসিন্দুর ট্রেনটির পেছনের তিনটি কোচে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের পেছনের দুটি কোচ উল্টে গিয়ে ১৭ জন নিহত ও শতাধিক আহত হন।

ইউএনও বলেন, 'বেলাল মিয়া ভৈরবে থাকতেন। তিনি এগারোসিন্দুর গোধূলি ট্রেনে ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ আমরা তার মৃত্যুর খবর পেয়েছি।'

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

9h ago