ওয়ারীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর ট্রাক, নিহত ১

ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক প্রাইভেটকারের ওপর উঠে গেলে প্রাইভেটকারে থাকা একজন নিহত হয়েছেন।

বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে হাটখোলা রোডে এ ঘটনা ঘটে।

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম সুমন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস রাত ১১টা ৫৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। সুত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট সেখানে কাজ করছে।

Comments

The Daily Star  | English

Voting in Ducsu election starts

Students started casting their votes at 8:00am across polling centres set up in residential halls amid tight security. The balloting will continue until 4:00pm.

1h ago