আগারগাঁওয়ে কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে ৪ নির্মাণশ্রমিক দগ্ধ

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবন। ফাইল ছবি

রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় ভবন নির্মাণ কাজের সময় কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, রফিকুল ইসলাম রবিন (১৯), মোজাফফর হক (২৬), সরলাল দাস (৪৫) ও রফিকুল ইসলাম (৩৫)।

দগ্ধরা জানান, তারা নূরানী কনস্ট্রাকশনের শ্রমিক। তালতলা এলাকায় একটি ভবন নির্মাণের কাজ করছিলেন। ভবনটির বেসমেন্টের কাজ চলছে। তাদের কাজে পানির পাত্র হিসেবে ব্যবহার করার জন্য কেমিক্যালের একটি খালি ড্রাম নিয়ে আসা হয়। ড্রামের উপরের অংশ কেটে ফেলার সময় সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে পাশে থাকা চার জনের শরীরে আগুন ধরে যায়।

তাদের ধারণা, কেমিক্যালের খালি ড্রামটিতে গ্যাস জমে ছিল। সেই কারণেই এই বিস্ফোরণ ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে রফিকুল ইসলামের দুই পা এবং হাতসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। বাকি ৩ জন সামান্য দগ্ধ হয়েছে। তাদের সবাইকে অবজারভেশনে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

A budget without illusions

No soaring GDP promises. No obsession with mega projects. No grand applause in parliament. This year, it’s just the finance adviser and his unemotional speech to be broadcast in the quiet hum of state television.

5h ago