বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার দরগাহ বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন কাহালু উপজেলার দৌঁগাছি গ্রামের বাসিন্দা তারিকুল ইসলাম (২২), বগুড়া সদরের কদমতলী গ্রামের রাকিব হোসেন (১৭) এবং সিজান আহমেদ (১৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাহালু থানার উপ-পরিদর্শক মাসুদ করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারা তিনজন একটি মোটরসাইকেলে করে কাহালু থেকে কাজীপাড়ার এক হোটেলে যাচ্ছিলেন নেহারি খেতে। পথে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে চলে যায়।'

তিনি জানান, ঘটনাস্থলেই তারিকুল ও রাকিবের মৃত্যু হয় এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিজান মারা যান।

তিনি আরও জানান, পেশায় তিনজনই কাঠমিস্ত্রি ছিলেন। মোটরসাইকেলে যাওয়ার সময় তাদের কারো মাথায় হেলমেট ছিল না। ট্রাকটি অজ্ঞাত হওয়ায় কাউকে আটক করা যায়নি।

Comments

The Daily Star  | English

Salehuddin urges private sector to prepare for LDC graduation

The finance adviser urged the private sector to take a leading role in job creation and global expansion

44m ago