গাজীপুরে সিটি করপোরেশনের গাড়িচাপায় পোশাক শ্রমিক নিহত, মহাসড়ক অবরুদ্ধ

গাজীপুরে সিটি করপোরেশনের গাড়িচাপায় পোশাক শ্রমিক নিহত, মহাসড়ক অবরুদ্ধ
আজ শনিবার সকালে গাজীপুরে সিটি করপোরেশনের গাড়িচাপায় একজন পোশাক শ্রমিক নিহত হলে সড়ক অবরোধ করেন তার সহকর্মী ও আশেপাশের কারখানার শ্রমিকরা | ছবি: সংগৃহীত

গাজীপুরে সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়িচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনার জেরে তার সহকর্মী ও আশে পাশের কারখানার পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর শুরু করেন।

এ সময় তারা সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন।

গাজীপুরে সিটি করপোরেশনের গাড়িচাপায় পোশাক শ্রমিক নিহত, মহাসড়ক অবরুদ্ধ
আজ শনিবার সকালে গাজীপুরে সিটি করপোরেশনের গাড়িচাপায় পোশাক শ্রমিক মুনিরা নিহত হন | ছবি: সংগৃহীত

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এর পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের উপপরিশর্দক (এসআই) দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত শ্রমিকের নাম মুনিরা। তিনি লিজ অ্যাপারেল পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়নের গাজীপুর জেলার সভাপতি জিয়াউল কবির খোকন বলেন, 'শ্রমিকরা প্রতিবাদ জানাচ্ছেন, অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
merging investment agencies in Bangladesh

Govt plans to merge six investment agencies. Will this yield desired benefits?

The government has decided to hire a foreign consulting firm to design the unification, said Bida officials.

11h ago