মেহেরপুরে ট্রাকচাপায় ২ সাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত

মেহেরপুরের আমঝুপিতে ট্রাকচাপায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে। আরেকজনের নাম-ঠিকানা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি আহমেদ বলেন, ট্রাকটি পেছন থেকে চাপা দিলে দুই সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি জব্দ ও চালক বাবুলকে আটক করা হয়েছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। চালককে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

ওসি জানান, ট্রাকটি সিমেন্ট বোঝাই ছিল। ট্রাকের গায়ে ফ্রেশ কোম্পানির নাম লেখা রয়েছে। মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

Bangladesh’s uncounted economy

Women do 85% of unpaid labour, worth Tk 5.7 trillion

33m ago