ফতুল্লায় বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে একটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক চীনা প্রকৌশলী মারা গেছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত প্রকৌশলী জাং জি বিন (৫৫) চীনা নাগরিক বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, বিসিক শিল্পনগরীর ভেতরে একটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন ভবনের একতলা থেকে নিচে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে আসা ওই প্রকৌশলীর দোভাষী সেলিম রেজা ও নির্মাণ শ্রমিক আব্দুল খালেক ডেইলি স্টারকে জানান, পঞ্চবটিতে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন ভবনের একতলায় একটি কাঠের উপর দাঁড়িয়ে কাজের নির্দেশনা দিচ্ছিলেন প্রকৌশলী। হঠাৎ ফাঁকা জায়গা দিয়ে উপর থেকে নিচে পড়ে যান তিনি।

ওসি নূরে আযম বলেন, 'নিহত জাং জি বিন নির্মাণাধীন ভবনের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজধানীর মুগদা এলাকায় থাকতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

Comments

The Daily Star  | English

Govt allows 1,200 tonnes of hilsa export to India

The fish will be sent to the neighbouring country for Durga Puja

33m ago