দাউদকান্দিতে বাসচাপায় ২ শিশুসহ নিহত ৪

দাউদকান্দিতে বাসচাপায় ২ শিশুসহ নিহত ৪
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন | ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাসচাপায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন।

আজ সোমবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে উপজেলার রায়পুর মালিখিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসচাপায় তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের বসিন্দা দিলবার নেছা (৬৫) ও তার মেয়ে শাহিনুর বেগম ঘটনাস্থলেই নিহত হন। শাহিনুরের দুই মেয়ে সায়মা (৫) ও রাইছাকে (২) গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

'মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। বাসটি শনাক্ত করে চালককে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে,' বলেন শাহিনুর।

Comments

The Daily Star  | English

Parties must pledge in election manifestos to eliminate discrimination: Debapriya

Highlights gap between constitutional promises and the lived realities of marginalised, vulnerable communities across the country

Now