নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ফার্মগেট'-এর উদ্যোগে সরকারি বিজ্ঞান কলেজ রোড থেকে ফার্মগেট মোড় পর্যন্ত এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দুপুর ১টার দিকে তারা সড়ক থেকে চলে যান।
বিক্ষোভে শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—সিফাত হত্যার দ্রুত বিচার, আন্দোলনরত শিক্ষার্থীদের 'সন্ত্রাসী' ট্যাগ দেওয়ার জন্য প্রশাসনের প্রকাশ্যে ক্ষমা চাওয়া, ফুটপাত দখলমুক্ত করা, পার্কিং আইন কার্যকর করা, যানবাহন নিয়ন্ত্রণ ও সড়কে পর্যাপ্ত নিরাপত্তা অবকাঠামো নির্মাণ।
বিক্ষোভে অংশ নেওয়া সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র সাদিক হোসাইন সিয়াম বলেন, 'আমরা এখানে এসেছি নিরাপদ সড়কের দাবিতে। বেপরোয়া গাড়ি চালানোর কারণে একের পর এক মানুষ মারা যাচ্ছে, অথচ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না।'
একই কলেজের আরেক ছাত্র বিশাল রায় বলেন, 'আমাদের ভয় হয়, হয়তো আমরাও কোনোদিন সড়ক দুর্ঘটনার শিকার হতে পারি। রাস্তা আর ফুটপাত হকারদের দখলে, এতে করে রাস্তা সরু হয়ে গেছে। আমরা চাই এসব দোকানপাট ও অবকাঠামো সরিয়ে ফেলা হোক।'
Comments