সংসদ ভবন এলাকা থেকে ‘জুলাই যোদ্ধা’দের সরিয়ে দিয়েছে পুলিশ

'জুলাই যোদ্ধা' পরিচয় দেওয়া বিক্ষোভকারীদের জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিক্ষোভকারীরা জড়ো হন। বিকেলে সেখানে জুলাই সনদ সই হওয়ার কথা রয়েছে।
দুপুর সোয়া ১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে শুরু করে। পাশাপাশি তাদের সরাতে টিয়ারশেল ব্যবহার করা হয়।
ঘটনাস্থল থেকে আমাদের ফটোসাংবাদিক জানান, এ ঘটনায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
দুপুরে দক্ষিণ গেটের সামনে এমপি হোস্টেলের কাছে অনুষ্ঠানের আসবাবপত্রে আগুন দেন বিক্ষোভকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে এমপি হোস্টেলের সামনে থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ আবারও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
Comments