ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে কার্গোডুবি, নিখোঁজ ১

কার্গোডুবি
১২ নাবিকসহ ডুবে যায় কার্গোটি। ছবি: সংগৃহীত

নোয়াখালী হাতিয়া উপজলার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে মালবাহী কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে।

এমভি মৌমনি জাহাজটির ১২ নাবিকের মধ্যে একজন নিখোঁজ আছেন। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের পূর্ব পাশে ইসলামপুর চরের কাছে জাহাজটি ডুবে যায়।

কোস্টগার্ড হাতিয়া স্টেশনের পেটি অফিসার মো. সেলিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে নিখোঁজ নাবিকের নাম-ঠিকানা জানাতে পারেননি নৌ-পুলিশ ও কোস্টগার্ড কর্মকর্তারা।

খবর পেয়ে দুপুর ২টার দিকে কোস্টগার্ড ও নলচিরা নৌ-পুলিশের দুটি টিম কার্গোটি ও নিখোঁজ নাবিককে উদ্ধারে রওনা হয়।

কিন্তু বৈরী আবহাওয়া ও সমুদ্রে অস্বাভাবিক ঢেউ থাকার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মেহেদী জামান ডেইলি স্টারকে বলেন, 'বঙ্গোপসাগরের মোহনায় কার্গোডুবি হয়। আমরা একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু নদী খুবই উত্তাল। তাই ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।'

কোস্টগার্ড কর্মকর্তা মো. সেলিম বলেন, 'কার্গোডুবির সময় জাহাজের মাস্টার লাফ দিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। বাকি নাবিকরা জাহাজের মাস্তুল ধরে থাকেন।'

বিকেলে ওই পথ ব্যবহার করা চট্টগ্রামগামী একটি জাহাজে ১১ নাবিককে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জানতে চাইলে জাহাজের মালিকপক্ষের প্রতিনিধি মোহাম্মদ ওহায়েদুল ইসলাম টেলিফোনে ডেইলি স্টারকে বলেন, 'জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে।'

যোগাযোগ করা হলে হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস চাকমা ডেইলি স্টারকে বলেন, 'নিখোঁজ নাবিককে উদ্ধার করতে কোস্টগার্ড কাজ করছে।'

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago