পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত (ভিডিও)

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'বিমান বাহিনীর ওয়াইএকে১৩০ প্রশিক্ষণ বিমানটি টার্মিনালের বে এরিয়ায় বিধ্বস্ত হয়েছে। দুইজন পাইলট প্যারাসুট নিয়ে নিরাপদে বের হতে পেরেছেন।'

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি ওয়াইএকে ১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনা কবলিত হয়েছে। বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম বলেন, 'সকাল সাড়ে ১০টায় প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের বিপরীতে কর্ণফুলী নদীতে পড়ে যায়।'

তিনি বলেন, 'দুইজন পাইলট আগেই প্যারাসুট নিয়ে বিমান থেকে বের হয়েছিলেন। তারাও নদীতে পড়েন। স্থানীয় নৌকা তাদের উদ্ধার করে। প্রয়োজনীয় সহায়তা দিতে বন্দরের টাগ বোট ও অ্যাম্বুলেন্স শিপ ঘটনাস্থলে রয়েছে। ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করতে হাইড্রোগ্রাফি জরিপ জাহাজ পাঠানো হয়েছে। তল্লাশি ও উদ্ধারের জন্য কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।'

আলম আরও বলেন, 'বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এই দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেল দিয়ে নৌ চলাচলে কোনো বাধার সৃষ্টি হয়নি।'

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

2h ago