রাজধানীর বাড্ডায় ভবনে বিস্ফোরণে নিহত ১

একটি তিনতলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণ হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম দ্য ডেইলি স্টারকে জানান, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে একটি তিনতলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণ হয়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, 'আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে।'

তবে সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য ঘটনাটি নিয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

Comments

The Daily Star  | English

Private firms can now sell renewable power directly to customers

New policy removes state-run Power Development Board (PDB) as the sole buyer and seller from the process

10h ago