ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের জৈনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রোববার ভোরে শ্রীপুর জৈনাবাজার এলাকায় একটি পিকআপ ভ্যানকে অপর একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

মাওনা হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার এসআই জাহিদ মিয়া দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের চঞ্চল রায় (৩৮) ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জের রিপন (৩৮)।

আহত মামুন (৩২) বরিশাল জেলার মুলাদি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, আজ ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর জৈনাবাজার এলাকায় একটি পিকআপ ভ্যানকে অপর একটি অজ্ঞাত গাড়ি চাপা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 

পিকআপ ভ্যানে থাকা শ্রমিকরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

 

জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকার মোহাম্মদপুরে মাছ ডেলিভারি করে পিকআপ ভ্যানে করে ময়মনসিংহের ভালুকায় ফিরছিলেন শ্রমিকরা।

এস আই জাহিদ মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।'

Comments

The Daily Star  | English
BNP opposes selective hiring for election duty

Officials for polls duty: BNP to oppose hiring from select entities

Party will ask EC not to pick people from certain organisations known to be close to a right-wing party

9h ago