বাগেরহাট

থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় ভারতের নাগরিক নিহত, আহত ১২

বাগেরহাট দুর্ঘটনা
বাগেরহাটের ফকিরহাটে থেমে থাকা বাসে আরেকটি বাস ধাক্কা দিলে একজন নিহত ও ৫ জন আহত হয়। ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকালে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত শ্রীধর গাঙ্গুলী (৪৫) ভারতের নাগরিক। তার বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূমের বোলপুরে। 

আহতদের মধ্যে মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু জানান, রাজিব পরিবহন নামে একটি বাস ফলতিতায় যাত্রী নামানোর জন্য থামে। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় দোলা পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। এ সময় দুই বাসের ১২ জন যাত্রী আহত হন। আহত শ্রীধর গাঙ্গুলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অন্যান্য আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোলা পরিবহনের বাসটির চালক ও সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। মোল্লাহাট হাইওয়ে পুলিশ বাস দুটি নিজেদের হেফাজতে নিয়েছে।

এদিকে দোলা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. নাদিরুজ্জামান রিপন বলেন, 'দুর্ঘটনার সময় উভয় বাসই চলছিল। মৃত যাত্রী জানালা দিয়ে মাথা বের করে রেখেছিলেন যখন সংঘর্ষ হয়। আমরা আমাদের চালকদের সকল নিয়ম মানতে বলি এবং তাদের ড্রাইভিং লাইসেন্সও রয়েছে।'

 

Comments

The Daily Star  | English
enforced disappearance report Bangladesh

75% of disappearance survivors Jamaat-Shibir, 68% of those still missing BNP

Commission of Inquiry on Enforced Disappearances submits final report to CA Yunus

11h ago