ট্রেনের ৮ ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

লাইনচ্যুত তেলের ট্যাংকার। ছবি: ইউএনবির সৌজন্যে

চুয়াডাঙ্গায় খুলনাগামী মালবাহী ট্রেনের আটটি তেলের ট্যাংকার লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

আজ বুধবার ভোররাত ৩টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের অদূরে ডাউন সিগনাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মিন্টু রায় বলেন, 'ঢাকা থেকে ৩২টি খালি ট্যাংকার নিয়ে একটি ট্রেন খুলনা যাচ্ছিল। ভোররাত আনুমানিক ৩টার দিকে আনসারবাড়িয়া স্টেশনের অদূরে রেল লাইনের ১১ নম্বর পয়েন্টের কাছে আটটি ট্যাংকার লাইনচ্যুত হয়।'

লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন ভোর থেকেই কাজ শুরু করেছে। উদ্ধার কাজ এখনও চলছে।

আনসারবাড়িয়া স্টেশনের কার্যক্রম চালু না থাকায় এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, 'লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধার কাজ চলছে। উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হতে পারে।'

চুয়াডাঙ্গা স্টেশনের পয়েন্ট ম্যান শান্ত কুমার বিশ্বাস জানান, তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে খুলনাগামী ও খুলনা থেকে গোয়ালন্দগামী বা বিপরীতমুখী যাত্রীবাহী ট্রেনগুলো চুয়াডাঙ্গা স্টেশন ও মোবারকগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।

শান্ত আরও বলেন, 'মধ্যরাত থেকেই সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। ভোর থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। আর চুয়াডাঙ্গা স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন আটকে আছে। উদ্ধার কাজ শেষে বিস্তারিত জানা যাবে।'

সাত ঘণ্টার বেশি সময় পার হলেও রেল চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনে থাকা যাত্রী এবং এই রেলপথ ব্যবহারকারীরা।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

5h ago