ফরিদপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়ায় এবং দুপুর দেড়টার দিকে নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনে দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গায় দুর্ঘটনায় নিহতরা হলেন মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া (৪৫) ও মোটরসাইকেল আরোহী খন্দকার মামুনুর রহমান (৪৫)।

দীপক কাপাসিয়া জেলার চরভদ্রাসন উপজেলার খালাসীর ডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে এবং খন্দকার মামুনুর রহমান ফরিদপুর শহরের পশ্চিম আলিপুর মহল্লার খন্দকার বজলুর রহমানের ছেলে।

অপর দুর্ঘটনায় নিহত হয়েছেন নগরকান্দা পৌরসভার কলেজ বালিয়া মহল্লার বেলায়েত মাতুব্বরের ছেলে মো. খালিদ মাতুব্বর (১৭)।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, 'ফরিদপুর থেকে ভাঙ্গাগামী মোটরসাইকেলকে অজ্ঞাত বাস চাপা দিলে ঘটনাস্থলেই চালক দীপক মারা যান। মোটরসাইকেলের আরোহী মামুনুরকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।'

নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম বলেন, 'মোটরসাইকেলে দুজন আরোহী নিয়ে নগরকান্দা বাজার থেকে সরকারি কলেজের দিকে যাচ্ছিলেন খালিদ। পথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই খালিদ মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।'

Comments

The Daily Star  | English

Public Service Act: Ordinance out amid Secretariat protests

The government last night issued an ordinance allowing dismissal of public servants for administrative disruptions within 14 days and without departmental proceedings.

7h ago