গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ মা-বাবা-মেয়ে

ফতুল্লায় সিলিন্ডার লাইনের লিকেজ থেকে রান্নাঘরে জমা গ্যাসের আগুনে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিন্ডার লাইনের লিকেজ থেকে রান্নাঘরে জমা গ্যাসের আগুনে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।

রোববার ভোরে সাড়ে ৩টার দিকে সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় সেমিপাকা টিনসেড ঘরে এ ঘটনা ঘটে।

দগ্ধ রুনা আক্তার কমলা (৪০), তার স্বামী মো. হারুনুর রশীদ (৫০) এবং তাদের মেয়ে মিম আক্তার (১৭) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, কমলা বেগমের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার স্বামী ও মেয়ের শরীরের সামান্য দগ্ধ হয়েছে৷ তারাও পর্যবেক্ষণে আছেন।

আহত কমলা বেগম ভোরে সেহরির খাবার গরম করার জন্য রান্নাঘরে গেলে আগুনের ঘটনা ঘটে বলে জানান তার প্রতিবেশী নুপুর আক্তার।

'কমলা বেগমকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও দগ্ধ হন৷ পরে আমরা আশেপাশের লোকজন মিলে আগুন নেভাই এবং পরে তাদের হাসপাতালে পাঠাই,' যোগ করেন নুপুর।

আহতদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, 'রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল৷ সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডারের লাইন থেকে লিকেজ হয়েছে, যা থেকে গ্যাস রান্নাঘরে জমা ছিল। ভোরে সেহরির সময় খাবার গরম করার জন্য বৈদ্যুতিক বাতি জ্বালাতে গেলে স্পার্ক থেকে আগুনের ঘটনা ঘটে।'

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

5h ago