সুন্দরবনে শাপলার বিলের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

ছবি: স্টার

সুন্দরবনের তেইশের ছিলার শাপলার বিল এলাকার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে পানি স্বপ্লতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

আজ সোমবার খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'কলমতেজী এলাকার আগুনের তুলনায় এটি আরও তীব্র। আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। বাগেরহাট ও খুলনা থেকে ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট রোববার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, 'আমরা যখন কলমতেজী টহল ফাঁড়ির আগুন নেভানোর কাজ করছিলাম, তখন শাপলার বিল এলাকায় নতুন করে আগুনের সূত্রপাত হয়। ড্রোন ও জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে ফায়ার সার্ভিস কর্মীরা গতকাল সকাল সাড়ে ১১টার দিকে আগুনের উৎস শনাক্ত করেন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।'

এই বন কর্মকর্তা বলেন, এখানে এসে আমরা কিছু এলাকায় তীব্র আগুন দেখতে পাই। অন্যদিকে কিছু জায়গা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। বনের ভেতরে হালকা বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয় গ্রামবাসী ও বন কর্মকর্তাদের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছি। এরপর পাইপের সাহায্যে আমরা পানি দেওয়া শুরু করেছি।

তবে কত একর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কলমতেজীর মতো, শাপলার বিলের আশপাশেও পানির উৎস তিন কিলোমিটার দূরে।

Comments

The Daily Star  | English

Blood Moon 2025: Dhaka witnesses total lunar eclipse

Astronomy enthusiasts and skywatchers gathered on rooftops and open spaces to witness the rare spectacle

5h ago