চট্টগ্রামে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে পাঁচজন নারী, চারজন পুরুষ ও একজন শিশু। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ওসি জানান, আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে রিল্যাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি জব্দ করেছে।

দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নিহত ও আহতরা সবাই আত্মীয়স্বজন এবং ঈদের ছুটিতে কুষ্টিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন।

তিনি বলেন, ঘটনাস্থলেই আটজন মারা যান এবং অপর দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আশেকও নিশ্চিত করেছেন যে চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

Comments

The Daily Star  | English

New public service ordinance: Govt mulls softening strict provisions

Say high-level meeting sources; Secretariat employees suspend protests for today

10h ago