চট্টগ্রামে চাঁদা না পেয়ে দিনদুপুরে গুলি
চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের মালিকের কাছ থেকে চাঁদা না পেয়ে দিনদুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার বেলা ১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার আওতাধীন মুরাদপুর–অক্সিজেন সড়কের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তবে বুধবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্র জানায়, হামজারবাগ এলাকায় মো. মিজান ও জসিম নামে দুই ব্যক্তি একটি ভবন নির্মাণ করছেন। পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী পরিচয়ে কয়েকজন সন্ত্রাসী তাদের কাছে এর আগে ৮০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন ভবনে শ্রমিকেরা কাজ করছিলেন। এ সময় তিন যুবক সেখানে প্রবেশ করেন। তাদের মধ্যে দুজনের হাতে অস্ত্র ছিল। তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে সড়ক পার হয়ে পালিয়ে যান। ভিডিওতে অস্ত্র হাতে ব্যস্ত সড়ক অতিক্রম করতেও দেখা যায় তাদের।
স্থানীয়রা জানান, দিনদুপুরে গুলির ঘটনা দেখে একজন স্থানীয় বাসিন্দা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পাঁচলাইশ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, সন্ত্রাসীদের ভয়ে আমির হোসেন ও জাহাঙ্গীর আলম নামে এলাকার আরও দুই ব্যক্তি তাদের বাড়ির নির্মাণকাজ বন্ধ রেখেছেন।
নিরাপত্তাজনিত কারণে ঘটনার ভুক্তভোগী মিজান ও জসিম গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছে। থানায় লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা এখনো তা দেননি।'
এর আগে গত ১৪ ডিসেম্বর রাতে নগরীর বায়েজিদ বোস্তামীর বালুচরা এলাকার উত্তর কুলগাঁওয়ে স্থানীয় ফরিদ মেম্বারের বাড়িতেও গুলির ঘটনা ঘটে।
স্থানীয় এক ঠিকাদারের চাঁদা দাবির প্রতিবাদ করায় এ হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওই বাড়িতে বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহমেদ রেজা বসবাস করেন।

Comments