কুষ্টিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত

কুষ্টিয়া
স্টার অনলাইন গ্রাফিক্স

কুষ্টিয়া শহরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার মধ্যরাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক (২৩)। পলাশ ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে কর্মরত ছিলেন, আর ফাহিম ছিলেন একজন ফ্রিল্যান্সার। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

এ ঘটনায় তানভীর গণি (২৩) নামে আরও একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, 'মোটরসাইকেলটি পাশের একটি রাস্তা থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে উঠে চৌরহাসের দিকে যাচ্ছিল। এ সময় মজমপুর গেট থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।'

Comments

The Daily Star  | English

US trade court blocks tariffs in major setback for Trump

The opinion marks a significant setback to the Republican leader

19m ago