নোয়াখালীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৬

স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার দরবেশপুর এলাকার মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তারা হলেন—নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা কহিনুর হোসেন (৬৫), চৌমুহনী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আনোয়ারের ছেলে শাহরিয়ার (৯), তার মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), একই ওয়ার্ডের ইকবালের ছেলে তাওহিদ (৫) ও তার মেয়ে শাহনা (১০)।

স্থানীয় বাসিন্দারা জানান, মাইজদী থেকে যাত্রীবাহী অটোরিকশাটি বেগমগঞ্জের চৌরাস্তা এলাকার উদ্দেশে যাচ্ছিল।

যোগাযোগ করা হলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, দগ্ধদের মধ্যে পাঁচজন আমাদের হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শরীরের পাঁচ থেকে সাত শতাংশ পুড়ে গেছে। তারা সবাই আশঙ্কা মুক্ত।

তবে কোহিনুর বেগম নামে (৬৫) এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, বলেন রাজীব।

Comments

The Daily Star  | English

Jamaat rally commences at Suhrawardy Udyan

Supporters continued to arrive at the venue in processions, chanting slogans and carrying banners in support of the demands

Now