এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩: যাত্রী কল্যাণ সমিতি

ছবি: সংগৃহীত

গত এপ্রিল মাসে দেশে সড়ক, নৌ ও রেলপথে মোট ৬১০টি দুর্ঘটনার মধ্যে শুধুমাত্র সড়ক দুর্ঘটনাই ঘটেছে ৫৬৭টি।

এই সময়ে সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত ও ১ হাজার ২০২ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ মঙ্গলবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মাসে রেলপথে ৩৫টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত, এবং নৌ পথে ৮ টি দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।

এই সময়ে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২৪ জন।

মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ৯১ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনা বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি, নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ।  এপ্রিলে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১৩৮টি সড়ক দুর্ঘটনায় ১৩৬ জন নিহত হয়েছেন।

সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, ২৮টি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণে এই তথ্য পেয়েছে বলে জানানো হয়েছে।

সমিতি জানায়, মোট দুর্ঘটনার প্রায় ৫১ শতাংশই গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২৩ দশমিক ৮০ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৮ দশমিক ৫১ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হয়েছে।

সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪ শতাংশ ঢাকা মহানগরীতে ঘটেছে।

দুর্ঘটনার ৬ কারণ

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে, এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণের মধ্যে রয়েছে,

১. দেশের সড়ক-মহাসড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচল,

২. জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকা।  

৩. জাতীয়, আঞ্চলিক ও ফিডার রোডে টার্নিং চিহ্ন না থাকা।

৪. মহাসড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা।

৫. উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাদাঁবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন।

৬. অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া যানবাহন চালানো এবং একজন চালক অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানো।

Comments

The Daily Star  | English

How the US funded Israel

Israel would not have been able to sustain its wars across the Middle East without the United States’s significant financial backing of more than $21bn since October 2023, according to a pair of new reports.

5h ago