জুনে ৭৪৩ সড়ক-রেল-নৌ দুর্ঘটনায় নিহত ৭৮০, আহত ১৯১৬: যাত্রী কল্যাণ সমিতি

জুন মাসে সারাদেশে ৭৪৩টি সড়ক-রেল-নৌ দুর্ঘটনায় মোট ৭৮০ জন নিহত ও এক হাজার ৯১৬ জন আহত হয়েছে বলে উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে।

দেশের জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার যাত্রী কল্যাণ সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুনে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত ও এক হাজার ৯০২ জন আহত; রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ১৪ জন আহত এবং নৌ-পথে ১৮টি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, এই সময়ে ২২৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৪৪ জন নিহত ও ২১২ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৩.৩৮ শতাংশ, নিহতের ৩৪.৩১ শতাংশ ও আহতের ১১.১৪ শতাংশ।

যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, জুনে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ১৬০টি সড়ক দুর্ঘটনায় ১৭২ জন নিহত ও ৫৮৮ জন আহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে—২৫টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে।

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

11h ago