মুন্সীগঞ্জে বাসচাপায় ৬ বছরের শিশু নিহত, বাসে আগুন

বাসচাপায় শিশু নিহতের ঘটনায় উত্তেজিত জনতা বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাসচাপায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটিতে আগুন দিয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা–টঙ্গীবাড়ি সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছয় বছরের শিশু আরবি মাদরাসা থেকে পড়া শেষে বাড়ি ফিরছিল। এ সময় রান্ধুনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাসটি শিশুটিকে চাপা দেয়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বেতকা পরিবহনের একটি বাস বেতকার দিকে যাচ্ছিল। বাসচাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।  এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

Comments