সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নয় মাসের শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে তাড়াশ পৌরসভার উলিপুর এলাকায় নসিমনের (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন—তাড়াশ পৌরসভার দক্ষিণপাড়ার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২), তার নয় মাস বয়সী বোন তুবা এবং অটোরিকশা চালক তাড়াশ উপজেলার কোহিত গ্রামের মো. হাইপোত আলী (৪৫)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, সকাল ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গরু বোঝাই নসিমনটি অটোরিকশাকে ধাক্কা দিলে পাঁচজন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তিনজন মারা যান। বাকি দুজন এখনো চিকিৎসাধীন।
ওসি বলেন, 'পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নসিমনটি জব্দ করেছে। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে।'
Comments