বিদ্যুৎস্পৃষ্ট

ভাইকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু

স্টার ডিজিটাল গ্রাফিক্স

গরুর জন্য বাড়ির পাশে খড় আনতে গিয়েছিলেন বড় ভাই। এসময় সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাইও বিদ্যুতায়িত হন। তাৎক্ষণিক মারা যান দুজন।

ঘটনাটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গলাচিপা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কৃষক নুরুল ইসলাম খান (৬০) ও তার ছোট ভাই ফজলু খান (৫৫)। তারা গলাচিপা গ্রামের হাসেন উদ্দিনের ছেলে।
 
নিহতদের স্বজনেরা জানায়, আজ সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরুল। এসময় আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই ফজলুও একই তারে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের বাড়িতে মাতম চলছে।

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।'

অপরদিকে, নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদলের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। 

আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত এনামুল হক (২৪) কবিরহাট পৌরসভার তনু মিয়ার ছেলে এবং কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।  

গত শনিবার কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু।

নিহতের ভাই আবদুল্লাহ আল মামুন জানান, এনামুল রাজনীতির পাশাপাশি থাই অ্যালুমিনিয়ামের কাজ করতেন। গত শনিবার সকাল ১১টার দিকে কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করছিলেনে। সেসময় অসাবধানতাবশত ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, 'নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'  

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

13h ago