ইটভাটার মেশিনে পা আটকে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার মেশিনে পা আটকে এক শ্রমিক মারা গেছেন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের এমএ ব্রিকসে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান উদ্দিনের (১৮) বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়। তিনি ওই ইটভাটায় মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে জানান, মাটি ঢালার সময় রায়হানের পা মেশিনে আটকে যায়। একপর্যায়ে তিনি মেশিনের ভেতরে চলে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
যোগাযোগ করা হলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইএফই চট্টগ্রামের উপমহাপরিদর্শক মাহবুব হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যমান আইন অনুসারে, শ্রমিক কর্তব্যরত অবস্থায় মারা গেলে ২ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।'
নিয়োগকর্তার অবহেলা পাওয়া গেলেও আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।


Comments