গাজীপুরে ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন

ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইল রেলস্টেশনে ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার সকাল ১১টার দিকে টঙ্গী–ভৈরব রেললাইনে, পূবাইল রেলস্টেশনে প্রবেশের আগমুহূর্তে এ ঘটনা ঘটে। বগি বিচ্ছিন্ন হওয়ার পরপরই রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী–ভৈরব রেললাইনের আরিখলা রেলস্টেশন মাস্টার মানিক মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ট্রেনটির পেছনের দুটি বগির সংযোগ (জয়েন্ট) খুলে যাওয়ায় বগিগুলো আলাদা হয়ে যায়।

রেল চলাচল স্বাভাবিক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'পরে বিস্তারিত জানানো হবে।'

জানতে চাইলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, 'বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

LPG prices soar on artificial scarcity

Suppliers and dealers of bottled liquefied petroleum gas are selling the fuel at Tk 350–900 more than the government-fixed rates despite adequate stock.

8h ago