ক্যাসিনোতে ২২২ কোটি টাকা পাচারের মামলায় সম্রাটের অন্তর্বর্তী জামিন

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। স্টার ফাইল ছবি

সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ক্যাসিনোতে প্রায় ২২২ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আজ ঢাকার একটি আদালত অন্তর্বর্তী জামিন দিয়েছেন।

সম্রাটের জামিন চেয়ে তার আইনজীবী এহসানুল হক সমাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।

আদেশে বিচারক বলেছেন, জামিন নামা অনুযায়ী সম্রাটকে তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে এবং জামিনের মেয়াদ পরবর্তী শুনানির তারিখ ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

আজ শুনানির সময় সমাজী আদালতকে বলেন যে সম্রাট আগে চিকিৎসার প্রয়োজনে জামিনে মুক্তি পেয়েছিলেন। কিন্তু হাইকোর্ট তার জামিন বাতিল করে ৭ দিনের মধ্যে বিচারিক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

বিচারিক আদালতকে মেডিকেল রিপোর্ট তলব এবং জমা দেওয়া হলে জামিনের আবেদন নিষ্পত্তি করারও নির্দেশ দেন হাইকোর্ট।

পরে ২৪ মে, সম্রাট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আবার কারাগারে পাঠানো হয়।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

46m ago