শিক্ষার্থীকে যৌন হয়রানি: হলি ফ্যামিলি মেডিকেল কলেজের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ড. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি ট্রাইব্যুনাল।

বর্তমানে জামিনে থাকা ড. সালাউদ্দিন নিজেকে নির্দোষ দাবি করেছেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. আল মামুন সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ পত্র পাঠ করার পর তিনি ন্যায়বিচার দাবি করেন।

জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার রিঙ্কি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ট্রাইব্যুনাল মামলাটির বিচার শুরুর জন্য ৩ অক্টোবর দিন ধার্য করেছেন।

এর আগে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য জমা দেওয়া সালাউদ্দিন চৌধুরীর আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

গত ৩১ জানুয়ারি রমনা থানার উপ-পরিদর্শক সালমান রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা ড. সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

ওই ঘটনায় মামলা দায়েরের পর গত বছরের ২৯ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। পরে আদালতে হাজির করা হলে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

ওই শিক্ষার্থী ড. সালাউদ্দিনের বিরুদ্ধে রমনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর থেকে ড. সালাউদ্দিন মেসেঞ্জারের মাধ্যমে ওই শিক্ষার্থীকে বিভিন্ন প্রস্তাব দিতে থাকেন। সেই শিক্ষার্থী রাজী না হলে তাকে পরীক্ষায় ফেল করার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন, ক্যাম্পাসে ড. সালাউদ্দিনের সঙ্গে তার দেখা হলে তিনি মেসেঞ্জারের বার্তাগুলো মুছে ফেলতে বলেন এবং বেশ কয়েকবার তার সঙ্গে একা দেখা করতে বলেন।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

6h ago