ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে ঝুমন দাশ

ঝুমন দাশ আপন। ছবি: সংগৃহীত

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আবারও ঝুমন দাশ আপনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার বিকেলে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহবুবুল আলমের আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশের আদালত পরিদর্শক বোরহান উদ্দিন।

তিনি বলেন, 'আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঝুমন দাশ। তারপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।।'

Comments

The Daily Star  | English

Over half of private employees say financial stress hurts productivity: study

The Employee Benefit Trends Study also found that 41% of respondents link financial stress to mental health issues

3h ago