সরকারি কর্মচারীদের গ্রেপ্তার: হাইকোর্টের রায় ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত

high court
হাইকোর্ট ভবন। স্টার ফাইল ফটো

অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করার বিষয়ে হাইকোর্টের রায়ে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ।

সরকারকে ২৩ অক্টোবরের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল আবেদন করতে বলেছেন সর্বোচ্চ আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে সরকারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

বেঞ্চের অন্য ৫ সদস্য হলেন বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

সরকারের অনুমতি ছাড়াই আইন-শৃঙ্খলা বাহিনী ফৌজদারি মামলায় সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করতে পারবে বলে গত ২৫ আগস্ট রায় দিয়েছিলেন হাইকোর্ট।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪১ নম্বর ধারার বৈধতাকে চ্যালেঞ্জ করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০১৯ সালের ১৪ অক্টোবর রিট আবেদন করেছিল।

৪১ নম্বর ধারায় বলা হয়েছে, 'কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হইবার পূর্বে, তাহাকে গ্রেপ্তার করিতে হইলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে।'

সেই রিট আবেদনের শুনানি শেষে ২৫ আগস্ট হাইকোর্ট এক যুগান্তকারী রায়ে এই ধারা বাতিল করেন।

Comments

The Daily Star  | English

The job no one claps for

Women’s unpaid household and care work sustains the nation, yet remains invisible

25m ago