কাপ্তাই লেকে আর কোনো জবরদখল-মাটি ভরাট-নির্মাণ কাজ নয়: হাইকোর্ট

কাপ্তাই লেক। ছবি: ইউএনবি
কাপ্তাই হ্রদ। ফাইল ছবি

রাঙ্গামাটির স্থানীয় প্রশাসনকে কাপ্তাই লেকে আর কোনো ধরনের জবরদখল, মাটি ভরাট ও অবকাঠামো নির্মাণ প্রতিহত করতে যথাযথ উদ্যোগ নেওয়ার এবং ২ সপ্তাহের মধ্যে আদালতের কাছে এ বিষয়ে একটি বাস্তবায়ন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

একটি রিট আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে আজ সোমবার হাইকোর্ট এ আদেশ দেন।

আদেশে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লেকে একটি নিরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন, যাতে অবৈধ দখলদারিদের চিহ্নিত করে ৩০ দিনের মধ্যে তাদের তালিকা জমা দেওয়া যায়।

একইসঙ্গে হাইকোর্ট একটি রুল জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪ সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন, কেন কাপ্তাই লেকে জবরদখল, মাটি ভরাট ও অবকাঠামো নির্মাণ ঠেকাতে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণা করা হবে না।

কাপ্তাই লেক। ছবি: সাজ্জাদ ইবনে ইউসুফ/স্টার
কাপ্তাই লেক। ছবি: সাজ্জাদ ইবনে ইউসুফ/স্টার

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ কাপ্তাই লেকে জবরদখল, মাটি ভরাট ও অবকাঠামো নির্মাণ বন্ধ করতে এবং একে সুরক্ষিত রাখতে সরকারের সহায়তা চেয়ে জনস্বার্থে একটি রিট আবেদন করে, যার বিপরীতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন।

আজ রিট আবেদনের শুনানিতে আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) কাজী মাইনুল হাসান অংশ নেন।

Comments

The Daily Star  | English

Nepal PM Oli quits as anti-corruption protests spiral

The Himalayan country has struggled with political instability and economic uncertainty since protests led to the abolition of its monarchy in 2008.

2h ago