সোহেল চৌধুরী হত্যা: বান্টি ইসলামের গাড়িচালকের জবানবন্দি গ্রহণ

অভিনেতা সোহেল চৌধুরী। ছবি: সংগৃহীত

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলায় পলাতক আসামি আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলামের গাড়িচালক ও ট্রাম্পস ক্লাবের মালিক দাউয়ান খান ঢাকার একটি আদালতে জবানবন্দি দিয়েছেন।

আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেনের আদালত তার জবানবন্দি গ্রহণ করেন।

জবানবন্দি গ্রহণ শেষে আগামী ১৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।

জবানবন্দিতে দাউয়ান খান বলেন, ঘটনার রাতে তিনি বান্টি ইসলামকে নিয়ে ট্রাম্পস ক্লাবে গিয়েছিলেন এবং ফিরে এসেছিলেন। ওইদিন রাত ৩টার দিকে বান্টি ইসলামকে নিয়ে আসার জন্য তিনি আবার সেখানে যান। সেখানে পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হন।

তিনি জানান, স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরের দিন তিনি জানতে পারেন যে, সোহেল চৌধুরীকে হত্যা করা হয়েছে।

এ মামলায় এখন পর্যন্ত অভিযোগকারীসহ ৩ জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর বনানীর ১৭ নম্বরে রোডের আবেদীন টাওয়ারের ট্রাম্পস ক্লাবে কয়েকজন দুর্বৃত্তের গুলিতে নিহত হন অভিনেতা সোহেল চৌধুরী।

এ ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গোয়েন্দারা তদন্তের পর ১৯৯৯ সালের ৩০ জুলাই আজিজ, বান্টি ও আরও ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন।

২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ২ বছর পর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়।

ওই মামলায় এক আসামির আবেদনের প্রেক্ষিতে ২০০৩ সালে উচ্চ আদালত এ মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি ১৯ বছর পর বিচার কার্যক্রমের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

Comments

The Daily Star  | English

The job no one claps for

Women’s unpaid household and care work sustains the nation, yet remains invisible

25m ago