গরু চুরি মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রীসহ কারাগারে ৪

বাবলী আক্তার। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে গরুচুরির ঘটনায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ গ্রেপ্তার ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম আজ বৃহস্পতিবার তাদের ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালতে হাজির করলে আগামী রোববার জামিন শুনানি হবে উল্লেখ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও দুজনের কেউই ফোন রিসিভ করেনিনি।

এ দিকে, এ ঘটনায় বাবলী আক্তারকে সংগঠনকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বাবলী আক্তারকে সংগঠনের কার্যক্রম থেকে গতকাল অব্যাহতি দেওয়া হয়। সেইসঙ্গে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়। আজ কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

SC seeks EC's statement over declaring Ishtiaque as DSCC mayor

The apex court also fixed tomorrow for resuming the hearing on the matter

28m ago