নরসিংদীতে বোমাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে বোমাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আটক ইমান হাসান আলোকবালী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। ছবি: সংগৃহীত

নরসিংদী সদর উপজেলা আলোকবালী ইউনিয়ন থেকে হাত বোমা, গান পাউডার ও বোমা বানানোর সরঞ্জামসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
 
আটক ইমান হাসান আলোকবালী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে ৩টি বোমা, গান পাউডার ও বোমা বানানোর সরঞ্জামসহ ইমাম হাসানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।'

জানা গেছে, আলেকবালী ইউনিয়ন নির্বাচনে সহিংসতায় ৩ জন নিহতের ঘটনায় হত্যা মামলার আসামি ইমাম হাসান। তার বিরুদ্ধে লুটপাট, মারধর ও চাঁদাবাজির অভিযোগে আরও ২টি মামলা রয়েছে। এর আগেও তাকে একাধিকার বিভিন্ন মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি এই ২টি মামলায় জামিনে রয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলোকবালী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'তার প্রতিপক্ষ তার পরিত্যক্ত বাসায় ককটেল ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি রেখে তাকে ফাঁসিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Major Israeli rights groups brand Gaza campaign 'genocide'

Both organisations are frequent critics of Israeli government policies, but the language in their reports issued today was their most stark yet

1h ago