দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে: চিকিৎসক

দুরন্ত বিপ্লব। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন চিকৎসকরা।

আজ রোববার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া বিপ্লবের মরদেহ ময়নাতদন্ত শেষে এ কথা জানিয়েছেন তারা।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ মফিজউদ্দিন নিপুণ বলেন, 'তার (দুরন্ত) বুকে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি হত্যাকাণ্ডের শিকার। ২ থেকে ৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।'

নিখোঁজের ৫ দিন পর শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় নদীতে ভাসমান অবস্থায় বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিবারের সদস্যরা মর্গে গিয়ে তার লাশ শনাক্ত করে।

দুরন্ত আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। পেশায় কৃষক ক্ষমতাসীন দলের এই নেতা জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে সর্বশেষ কামরাঙ্গীরচরের মুসলিমবাগে তার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করা হয়।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago