তুমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ১ সদস্য আহত

বান্দরবান

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ১ সদস্য আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার সন্ধ্যা থেকে তুমব্রু সীমান্তের শূন্য রেখা এলাকায় র‍্যাব এ অভিযান চালায়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন দ্য ডেইলি স্টারকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বান্দরবানের তুমব্রু সীমান্তে একটি অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযান চলাকালে "রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী গ্রুপের" বাধার সম্মুখীন হই। সেখানে তাদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আমাদের এক বা দুইজন র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হতে পারেন।'

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টন্টু সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যায় জিরো পয়েন্ট সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি এলাকায় র‍্যাবের ওপর রোহিঙ্গা সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে র‍্যাবের এক সদস্য গুরুতর আহত হয়েছেন বলে খবর পেয়েছি।'

এদিকে রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় র‍্যাবের এক সদস্যকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। 

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত এক র‍্যাব সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার চিকিৎসা চলছে।'

আহত সোহেল বড়ুয়া (৩০) র‍্যাব-১৫ ব্যাটালিয়নে কর্মরত বলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে।

Comments

The Daily Star  | English

Yunus meeting with leaders of four political parties

The meeting began at 9:00pm at the state guest house Jamuna

36m ago