বানিয়াচংয়ে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

স্টার ডিজিটাল গ্রাফিক্স

পুলিশের ওপর হামলার অভিযোগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বুধবার রাতে ৩২ জনের নাম উল্লেখ করে এবং বাকিদের অজ্ঞাত পরিচয়ের আসামি করে বানিয়াচং থানায় উপপরিদর্শক শামসুল আরেফিন মামলাটি করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ দ্য ডেইলি স্টারকে বলেন, সিলেটে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বুধবার ভোররাতে সংগঠনটির ৩০-৩৫ জন নেতাকর্মী বিস্ফোরক ও অস্ত্র নিয়ে মাঠে বসেছিলেন। পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ওপর হামলা করেন ও ককটেল বিস্ফোরণ ঘটান। সেখান থেকে বানিয়াচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহির খানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, বিএনপির নেতাকর্মীদের হামলায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব, উপপরিদর্শক (এসআই) আতিক, কনস্টেবল বাবুল, বাদশা ও দেলোয়ার আহত হন। তারা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

তবে হবিগঞ্জ বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক জি কে গউছ বলেন, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে তারা প্রচারপত্র বিলি শেষে তারা এক বিএনপি নেতার চায়ের দোকানে গিয়েছিলেন। চায়ের দোকান থেকে কোনো অপরাধ ছাড়াই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহির খানকে গ্রেপ্তার করে পুলিশ।

 

Comments

The Daily Star  | English
nepal parliament set on fire

Protesters set Nepal parliament on fire

Hundreds have breached the parliament area and torched the main building, a spokesman for the Parliament Secretariat says

1h ago