আর্জেন্টিনার পরাজয়কে কেন্দ্র করে সাভারে ২ কিশোরকে কুপিয়ে জখম

Savar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

ফিফা বিশ্বকাপের ফুটবল খেলায় আর্জেন্টিনা দলের পরাজয়কে কেন্দ্র করে সাভারে ২ কিশোরকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের দুজনের বয়সই ১৮ বছরের নিচে।

স্থানীয় বাসিন্দারা জানান, বক্তারপুর এলাকায় কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলা দেখছিল। খেলায় আর্জেন্টিনা দলের পরাজয়ের পর তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ২০-২২ জন ওই ২ কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আঘাত করে। যারা কুপিয়েছে তারা সবাই আহত ২জনের বন্ধু। মূলত আর্জেন্টিনা ফুটবল দলের পক্ষে সমর্থন দেওয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ পক্ষ।

পরে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, '২ কিশোরের দেহে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের দাগ রয়েছে। এর মধ্যে আল আমিনের শরীরের প্রায় ৮-৯ জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ২জনকে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।'

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) রাজু দ্য ডেইলি স্টারকে বলেন, 'এরকম একটি ঘটনা ঘটেছে। তবে কেউ এখনো লিখিত অভিযোগ করেন নি।'*-

Comments

The Daily Star  | English

Ducsu polls returns to campus in style with exceptional voter turnout

It was 78% this time, a leap from 50-60% in the 1970s and ‘80s

52m ago