সাভারে ‘ছিনতাই স্পটে’ বাসে তল্লাশি, চাকুসহ আটক ৩

ঢাকার সাভারে 'ছিনতাইয়ের স্পটে' তল্লাশির সময় বাস থেকে একটি বার্মিজ চাকুসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, তারা তিনজনই ছিনতাইকারী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
আটক তিনজন হলেন—তানভীর হোসেন তানিম (১৮), মামুন হাসান মুন্না (১৯) ও সোহানুর রহমান (১৮)।
পুলিশি হেফাজতে থাকা অবস্থায় আটক তিনজন সাংবাদিকদের কাছে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেন।
ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, বেশ কয়েকদিন আগে সাভারে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত তিন মাসে এমন তিনটি ঘটনা রয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে চেকপোস্ট বসিয়ে আমরা সড়কে চলাচলরত, বিশেষ করে লোকাল বাসগুলো চেক করছিলাম। আজ সন্ধ্যায় মৌমিতা পরিবহনের একটি বাস এভাবে চেক করার সময় আমরা তিনজনকে আটক করতে সক্ষম হই। তারা প্রকৃত পক্ষে ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
'আমরা যদি এই চেকটা না করতাম, তবে আজও তারা এমন একটি ঘটনা ঘটাত', যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।
Comments