শার্ট-জুতাও ছিনিয়ে নিলো ছিনতাইকারী

ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

রাজধানীর শ্যামলীতে ছিনতাইকারীরা এক ব্যক্তির কাছ থেকে সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্রের পাশাপাশি তার শার্টও খুলে নিয়ে গেছেন।

গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেছে এবং তাকে থানায় এসে অভিযোগ দায়ের করতে বলেছে।

ওসি বলেন, 'দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি।'

ভিডিও ফুটেজে দেখা যায়, ভোর ৬টার দিকে এক ব্যক্তি ছাতা হাতে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি পেছন থেকে তাকে অনুসরণ করেন। তাদের মধ্যে একজন বাইক থেকে নেমে পড়েন, আর বাকি দুজন সামনে গিয়ে তার পথ আটকান।

ওই তিনজনের মধ্যে দুইজনের মাথায় হেলমেট ছিল এবং একজনের গায়ে কোনো শার্ট ছিল না।

এরপর দুই ছিনতাইকারী ধারালো দা ও অস্ত্র দেখিয়ে ওই ব্যক্তির সঙ্গে থাকা নগদ অর্থসহ সবকিছু ছিনিয়ে নেয়। যাওয়ার আগে তারা ওই ব্যক্তির শার্ট ও জুতাও খুলে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

17h ago