সিলেটে ‘ছিনতাইকারীর’ ছুরির আঘাতে আরেক ছিনতাইকারী নিহত

স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় ছুরির আঘাতে ডালিম আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

কোতোয়ালী মডেল থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরত্বে গত রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ডালিম চিহ্নিত ছিনতাইকারী। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

সূত্র জানিয়েছে, হামলাকারী সবার সামনে দিয়ে নির্বিঘ্নে হেঁটে চলে যান। হামলার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় পুলিশ। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হামলাকারী ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সামছুল হাবিব জানান, 'যিনি নিহত হয়েছেন, তিনি চিহ্নিত ছিনতাইকারী। এর আগে জেলও খেটেছেন। এ কারণে হত্যাকারীও ছিনতাইকারী এবং ছিনতাই সংক্রান্ত বিষয় নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

17h ago