সাভারে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে আটক ৭

তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

সাভারে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, মো. কাসেম (৫৫), বজলু মিয়া (৪০), আইয়ুব হোসেন (৩০), আজাদ হোসেন (২৩), বাবু (১৯), ফেরদৌসী বেগম (৪০) এবং সুস্মিতা (১৯)। তারা সবাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, 'গত ১ মার্চ সন্ধ্যায় সাভারের বাসা থেকে উলাইল যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির শিকার হন লুৎফর রহমান নামে এক ব্যক্তি। সেসময় দুজন নারীসহ ৭-৮ জন ডাকাত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। এ ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে সাভারের ব্যাংক কলোনি বাজার রোড এলাকায় একটি টিনসেড বাসায় অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত নারীসহ সাতজনকে আটক করা হয়।'

তিনি আরও বলেন, 'আটককৃতরা মূলত সাভার এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।'
 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

4h ago