নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ: মামলায় আসামি বিএনপির ১৫ নেতা-কর্মীসহ অজ্ঞাত ৬০

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ১৫ নেতা-কর্মীসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।

আজ রোববার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে সড়ক বিভাজকের পাশে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গতকাল বিএনপি কার্যালয়ের পাশে থাকা এক প্রত্যক্ষদর্শী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ককটেলটি চলন্ত কোনো গাড়ি থেকে নিক্ষেপ করা হতে পারে।'

এই ঘটনার আগে নয়াপল্টনে মহাসমাবেশের সমর্থনে বিকেল ৪টার দিকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন।

 

Comments

The Daily Star  | English

Bangladesh prepared for free, fair polls in February, Yunus tells US envoy

During talks with Sergio Gor in New York, chief adviser highlights Bangladesh’s election preparations, regional cooperation goals

1h ago